ব্যবসায়ীর আত্মসাৎকৃত ৩৭ লাখ টাকা উদ্ধার
 ৩ প্রতারক আটক

ব্যবসায়ীর আত্মসাৎকৃত ৩৭ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় প্রতারনার মাধ্যমে আত্মসাৎকৃত ব্যবসায়ীর বিনিয়োগের প্রায় ৩৭ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন প্রতারককে গত দু’দিনে আটক করা হয়েছে।

এর আগে গত ২৩ মে মোহাম্মদনগর লবণচরা এলাকার বাসিন্দা হাফেজ মো. সাহাব উদ্দীন (৪০) প্রতারনার অভিযোগে থানায় মামলা করেন।

জানা যায়, নতুন ব্যবসা শুরুর কথা বলে যৌথ ব্যাংক এ্যাকাউন্টে ৪৩ লাখ ডিপোজিট করেন সাহাব উদ্দীন।

পরে কৌশলে ওই টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নেয় প্রতারকরা।
  
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান মিঠু জানান, প্রতারক চক্রটি সুকৌশলে সাহাব উদ্দিনের ব্যবসায়ে বিনিয়োগকৃত ৪৩ লাখ টাকা আত্মসাৎ করে।  

এ ঘটনায় জড়িত রুবেল হোসেন (৩৮), আতিকুর রহমান টনি (২৯) ও অনন্যা ইসলাম (২৬) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলে শনিবার নীলফামারি জেলার সৈয়দপুর শহর থেকে রুবেল হোসেন আটক হয়।

 এ সময় তার কাছ থেকে ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তার ভাইয়ের ছেলে সাইফুল ইসলাম অভিকে ৩১ লাখ টাকাসহ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন দক্ষিণ হলুদিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার এ ঘটনায় জড়িত অপর আসামি আতিকুর রহমান টনিকে লবণচরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর