উপমহাদেশের বড় ঈদগাহ্ মাঠ প্রস্তুত

উপমহাদেশের বড় ঈদগাহ্ মাঠ পরিদর্শন করছেন জাতীয় সংসদের হুইপ সংসদ সদস্য ইকবালুর রহিম।

উপমহাদেশের বড় ঈদগাহ্ মাঠ প্রস্তুত

দিনাজপুর প্রতিনিধি

উপমহাদেশের সবচাইতে বড় দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ্ মাঠ পরিদর্শন করলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।

মাঠ পরিদর্শন শেষে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ এই ঈদগাহ্ মাঠে প্রায় ১০ লক্ষাধিক মানুষের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে গতবারের তুলনায় পাঁচ থেকে ছয় লক্ষাধিক মানুষ এই ঈদগাহ্ মাঠে নামাজ আদায় করবে বলে মনে করছেন তিনি।

এদিকে গোরে শহীদ ঈদগাহ মাঠের বিশেষ আকর্ষণ ৫২ গম্বুজ বিশিষ্ট মিনারে রঙ্গের কাজ প্রায় শেষ।

ঈদুল ফিতরের নামাজকে সামনে রেখে মাঠের অন্যান্য প্রস্তুতির কাজ চলছে দ্রুত গতিতে। এই মাঠে তৃতীয়বারের মতো ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, নামাজ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে ইতিমধ্যেই সবরকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ এক হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

পাশাপাশি সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, মেটাল ডিটেক্টরসহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই ঈদগাহ্ মাঠে।

ঈদের দিন সকাল সাড়ে আটটায় নামাজ অনুষ্ঠিত হবে এবং নামাজে প্রতিবারে মতো ইমামতি করবেন আলহাজ্ব মাওলানা সামসুল আলম কাশেমী।

(নিউজ টোয়েন্টিফোর/পলাশ/তৌহিদ)

সম্পর্কিত খবর