বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

শাওয়ালের চাঁদ

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল (বুধবার ৫ জুন) ঈদ হচ্ছে না। সে অনুযায়ি বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

এর আগে আগামীকাল (বুধবার) ঈদ হবে কি-না তা নিয়ে মঙ্গলবার (৪ জুন) বাদ মাগরিব বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি এ বৈঠকে বসে।

বৈঠকে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয়।

দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। না হলে বৃহস্পতিবার হবে জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নুরুল ইসলাম বলেন, রাত সোয়া আটটা পর্যন্ত দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখার সঠিক খবর পাওয়া যায়নি। দুএক জায়গার ভাসা ভাসা খবর এসেছে। সে অনুযায়ি বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর