ঝিনাইদহের ১৫ গ্রামে ঈদ

হরিণাকুন্ডুর ১৫ গ্রামের শতাধিক মুসল্লি মঙ্গলবার সকালে ঈদের নামাজ আদায় করছেন।

ঝিনাইদহের ১৫ গ্রামে ঈদ

রুহুল আমিন, ঝিনাইদহ প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১৫ গ্রামের শতাধিক মুসল্লি মঙ্গলবার সকালে ঈদের নামাজ আদায় করেছেন। সকাল নয়টায় হরিণাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিল চত্বরে এই ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদ জামায়াতের ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

জানা গেছে, হরিণাকুন্ডু শহর ছাড়াও উপজেলার কুলবাড়ীয়া, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, শিংগা, পায়রাডাঙ্গা, ভালকী, শিতলী, নিত্যানন্দপুর, চরপাড়া, তৈলটুপী, রামচন্দ্রপুর ও দখলপুর গ্রামের শতাধিক মানুষ এই ঈদ জামায়াতে নামাজ আদায় করেন।

মাওলানা রেজাউল ইসলাম জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা বিভিন্ন গ্রামের মানুষ সমবেত হয়ে এক স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন।

তিনি বলেন, বহু বছর ধরে তারা সৌদি আরবকে অনুসরণ করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে থাকেন। কোনো কোনো বছর তারা বাধার সম্মুখিন হলেও গত ২/৩ বছর বিনা বাধায় এই ঈদের নামাজ আদায় করতে পারছেন।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হরিণাকুন্ডু শহরে কয়েক গ্রামের শতাধীক মুসল্লি আজ (মঙ্গলবার) ঈদের নামাজ আদায় করেছেন।

(নিউজ টোয়েন্টিফোর/রুহুল/তৌহিদ)

সম্পর্কিত খবর