মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় মুসল্লিদের ঢল

বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়ায় মুসল্লিদের ঢল

মুষলধারে বৃষ্টিতেও শোলাকিয়ায় মুসল্লিদের ঢল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়া ঈদগাহ মাঠে মুসল্লিদের ঢল নেমেছে। ১০টায় জামাত এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রবল বৃষ্টি মাথায় নিয়েই মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করে।

এদিকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নামে।

বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিছুটা দেরিতে। সকাল ৬টা থেকে জাতীয় ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা।

ঈদের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের জ্যৈষ্ঠ পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর