বিএসএমএমইউয়ে ‘বোমাসদৃশ বস্তু’, উৎকণ্ঠায় বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। 

বিএসএমএমইউয়ে ‘বোমাসদৃশ বস্তু’, উৎকণ্ঠায় বিএনপি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধারের ঘটনা উদ্বেগজনক বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, এ ঘটনা বড় ধরনের কোনও ‘মাস্টারপ্ল্যান’-এর অংশ কিনা, তা নিয়ে তাদের মনে গভীর সংশয় ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান তিনি।

এদিন ভোরে বিএসএমএমইউ’র প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় রেজিস্ট্রারের কক্ষের সামনে থেকে ‘বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি আছেন।

তিনি বলেন, বিএসএমএমইউ থেকে ‘বোমা’ উদ্ধারের খবরে বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় সেখান থেকে ‘বোমা’ উদ্ধার জাতিকে বিস্মিত ও হতবাক করেছে।

রিজভী বলেন, এর পেছনে কোনও অশুভ উদ্দেশ্য রয়েছে কিনা, সে প্রশ্নও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যে হাসপাতালে দেশনেত্রী খালেদা জিয়া চিকিৎসাধীন, সেখানকার নিরাপত্তাবেষ্টনী এত ঠুনকো থাকার কথা নয়।

‌‘এই বোমা উদ্ধারের ঘটনায় প্রমাণিত হলো, খালেদা জিয়ার নিরাপত্তার বিষয়ে সরকার উদাসীন অথবা অন্য কোনও ‘নীলনকশা’ অনুযায়ী কাজ হচ্ছে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর