সেই গ্রাম্য ডাক্তার গ্রেপ্তার

গ্রাম্য ডাক্তার (কালো সার্ট পরা)

সেই গ্রাম্য ডাক্তার গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বুদ্ধিনগর এলাকায় এক নারী ও এক পুরুষকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে জাফর আহমদ নামে এক গ্রাম্য ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় করমুল্যাবাজার থেকে সুধারাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে বুধবার ওই ঘটনায় জাফর আহমেদসহ আটজনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন নির্যাতিতা নারী।  

নির্যাতনের শিকার ওই নারী বুদ্ধিনগর এলাকায় একটি ইটভাটায় কাজ করেন।

তিনি মা ও দুই সন্তানকে নিয়ে থাকেন। নির্যাতনের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘গত রোববার (২ জুন) সকালে প্রেমের সম্পর্কের অভিযোগে জাফর আহমেদ গ্রামের মানুষের সামনে প্রকাশ্যে ওই নারী ও পুরুষকে মারধর করেন। এ সময় ওই পুরুষের মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, তার পাশে নারীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন জাফর আহমদ। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিকেও লাঠি দিয়ে পেটানো হয়। মারধরের একপর্যায়ে ওই ব্যক্তিকে বেঁধে রাখা অবস্থায় মাথার চুল কেটে ন্যাড়া করা হয়। পরে নির্যাতনের শিকার ওই পুরুষকে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ’

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি বলেন, ‘তিনি তার সহকর্মী ওই নারীর কাছে দুই হাজার টাকা পেতেন। সেই টাকা নেওয়ার জন্য রোববার সকালে তার বাড়িতে গেলে স্থানীয় কিছু লোকজন মিথ্যা অপবাদ দিয়ে তাকে ধরে নিয়ে যায়। পরে সহকর্মী ও তার মা অনুরোধ করলেও তাকে ছাড়েনি তারা। উল্টো ওই নারীকেও মারধর করা হয়। ’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘নির্যাতনের শিকার ওই নারী বুধবার মধ্যরাতে পল্লি চিকিৎসক জাফর আহমেদসহ আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় করমুল্যাবাজার থেকে জাফর আহমদকে গ্রেপ্তার করে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর