অস্ট্রেলিয়া বিপক্ষে ভারতের রানের পাহাড়

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়া বিপক্ষে ভারতের রানের পাহাড়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ছিলেন বিরাট কোহলি।  

তাতে ১২৭ রানের ওপেনিং জুটি। রহিত শর্মা ৭০ বলে ৫৭ রানে ফিরে যান। অন্যদিকে শতক তুলে নেন শিখর ধাওয়ান।

১০৯ বলে ১১৭ রান করে বিদায় জানান তিনি। ৭৭ বলে ৮২ রানের ইনিংসের পাশাপাশি ক্যারিয়ারের ৫০তম অর্ধশতকও তুলে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

চার নম্বরে ব্যাট করতে এসে ২২ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে ১৪ বলে ২৭ রানের কার্যকরী ইনিংস উপহার দেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি।

৩ বলে ১১ রান করেন কেএল রাহুল। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৩৫২ রান।  

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন মার্কাস স্টোইনিস, নাথান কোল্টার-নিল, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক একটি করে উইকেট নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬ ওভার শেষে এক উইকেটে ৭৫

ভারত একাদশ 
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, কেদায় যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহাল।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স কেরে (উইকেট রক্ষক), নাথান কোল্টার-নিল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর