নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ যুবলীগ নেতা নাছির উদ্দিন টিটুকে (৪৩) মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। গ্রেপ্তার নাছির উদ্দিন টিটু (৪৩) উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায় টিটু মেম্বার। বুধবার সন্ধ্যার দিকে অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন আইয়ুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যুবলীগ নেতা টিটু মেম্বারকে স্থানীয় কিছু লোকজন চোলাই মদসহ আটক...
চোলাই মদসহ যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ
নোয়াখালী প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ঠাকুরগাঁও প্রতিনিধি

একটি সুন্দর এবং স্বাস্থ্যকর ঠাকুরগাঁও গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখা। বৃহস্পতিবার সকাল থেকে বি.আখড়া সৈয়দপুর মডেল সারকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা ডক্টরস এসোসিয়েশন অব বাংলদেশ (ড্যাব) এর সহযোগিতায় এই ক্যাম্প করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা যুবদলের আহব্বায়ক আবু হানিফ মুক্তা,সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ সহ যুবদলের সদস্যরা। দিনব্যাপী ফ্রি মেডিকেল টিমে ১২ জন চিকিৎসক প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। সেই সাথে বিভিন্ন পরমার্শও দেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানালেন যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান। news24bd.tv/TR
চবির নিখোঁজ ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, উদ্ধারে অভিযান চালাচ্ছে সেনাসদর
নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ অপহরণের ঘটনায় তাদের অবস্থান শনাক্ত করেছে সেনাবাহিনী। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। অপহৃত শিক্ষার্থীরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং শিক্ষার্থী লংঙি ম্রো। তারা সকলেই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি। এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণের অভিযোগ ওঠে। অপহরণের ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেছে...
বস্তাবন্দী তিন লাশ!
অনলাইন ডেস্ক

স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যার পর বস্তাবন্দী করে ফেলে দেয়া। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে চাঞ্চল্যকর এ ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন গ্রেপ্তার ইয়াছিন আলী। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুর রহমানের আদালতে তিনি এ জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বলেন, তিন খুনের ঘটনায় আসামি ইয়াছিন মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডের চতুর্থ দিনে গতকাল ইয়াছিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় বাড়ির কাছে একটি পুকুর থেকে সোমবার দুপুরে একটি বটি উদ্ধার করে পুলিশ। এর আগে ওই একই পুকুর থেকে রক্তমাখা জামাকাপড় ভরা একটি ব্যাগ উদ্ধার করা হয়। ঘটনায় বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর