স্কুলছাত্র সালাউদ্দীন হত্যা: বিচার দাবিতে মানববন্ধন

সালাউদ্দীন হত্যার বিচার দাবিতে এক কিলোমিটার রাস্তাজুড়ে মানববন্ধন

স্কুলছাত্র সালাউদ্দীন হত্যা: বিচার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র মো. সালাউদ্দীন হত্যার বিচার দাবিতে প্রায় এক কিলোমিটার রাস্তাজুড়ে মানববন্ধন করেছে ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

সোমবার সকালে পাড়েরহাট সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায়।

মানববন্ধন থেকে দাবি তোলা হয়- এমন জঘন্য হত্যাকাণ্ডের বিচার না হলে, প্রতিনিয়তই বিচারবিহীন হত্যাকাণ্ড ঘটবে।

তাই সরকারের কাছে এলাকাবাসীর দাবি সালাউদ্দীন হত্যায় জরিত সকল আসামিদের ফাঁসি দেওয়া হোক।

উল্লেখ্য, পিরোজপুরের পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের ফল বিত্রেতা মো. সিদ্দিকুর রহমানের ছেলে ও পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র মো. সাল্লাউদ্দীনকে চলতি মাসের ১ জুন সোহানসহ ৭-৮ জন যুবক মুক্তিপণ দাবিতে অপহরণ করে। অপহরণের দুই দিন পর ৩ জুন পুলিশ ও ডিবি পুলিশের টিম একটি ডোবা থেকে হাত-পা বাঁধা ও গলায় রশি বাঁধা অবস্থায় সালাউদ্দিনের লাশ উদ্ধার করে। পরে হত্যার জড়িত থাকার অভিযোগে পুলিশ তদন্ত করে সোহানসহ নয়জনকে গ্রেপ্তার করে।

আসামিরা পুলিশের কাছে স্বীকার করে, পরিকল্পিতভাবে মুক্তিপনের দাবিতে সাল্লাউদ্দিনকে হত্যা করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/ইমন/তৌহিদ)

সম্পর্কিত খবর