আশুলিয়ায় হত্যার পর ৬ লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আব্দুল্লাহিল কাফীসহ পুলিশের তিন কর্মকর্তাকে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। গত ৮ এপ্রিল প্রসিকিউশনের আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল তাদের ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার এই আদেশ দেন। এর আগে লাশ পোড়ানোর ঘটনায়চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর...
৬ লাশ পোড়ানো মামলায় ট্রাইব্যুনালে কাফীসহ তিন পুলিশ কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক

‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউজ নামের এক কফিশপের সামনে এক তরুণীকে মারধরের অভিযোগে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় কফিশপের ম্যানেজারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুইজন হলেন- আপন কফিশপের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর। সোমবার (১৪ এপ্রিল) রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ সংবাদ মাধ্যমকে এ সব তথ্য জানান। আরও পড়ুন লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য তিন জনকে দায়ী করলেন ট্রাম্প ১৫ এপ্রিল, ২০২৫ তিনি বলেন, ১১ দিন আগে রামপুরা থানা এলাকায় আপন কফিশপে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। তখন ক্ষিপ্ত হয়ে কফিশপের ম্যানেজার আল আমিন তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওসি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে...
জুলাই হত্যাকাণ্ড: মানবতাবিরোধী অপরাধ মামলায় সহস্রাধিক লোকের সাক্ষ্য
নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত মানবতাবিরোধী অপরাধ মামলায় এ পর্যন্ত সহস্রাধিক লোকের সাক্ষ্য নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট রিপোর্টারদের সঙ্গে প্রসিকিউশন কার্যালয়ের মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, এ যাবৎ সাক্ষ্য নেওয়া হয়েছে ১ হাজারের বেশি জনের। ভিডিও এবং ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ (সহস্রাধিক ভিডিও ক্লিপস), পর্যালোচনা, ভেরিফিকেশন এবং জিওলোকেশন যাচাইয়ের কাজ চলমান রয়েছে। তিনি জানান, তদন্ত পরিচালনার লক্ষ্যে ঢাকা, নরসিংদী, হবিগঞ্জ, সিলেট, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, যশোরসহ ১৫টি জেলায় একাধিকবার পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, গুম বিষয়ক তদন্ত কার্যক্রমে ঢাকা শহরের ৩টি এবং চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া...
অতিরিক্ত এসপি অনির্বান গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, নরসিংদীর গণহত্যার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর