ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হচ্ছে

ইসরাইলের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয় সেনারা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দা'রা প্রদেশের তেল আল হারা পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, আজ বুধবার সকালে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের হামলা প্রতিহত করেছে। কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করে দিয়েছে।

গোলান মালভূমির ওপর নজরদারির জন্য ওই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০১৮ সালের জুনে সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুন নুসরার কাছ থেকে ওই এলাকাটি মুক্ত করতে সক্ষম হয় সিরিয় বাহিনী।

এদিকে, গতকাল সিরিয়ার সামরিক বাহিনী হামা প্রদেশের তাল মেলে গ্রামে একটি ড্রোন ভূপাতিত করেছে তাকফিরি সন্ত্রাসীরা ওই ড্রোন আকাশে উড়িয়েছিল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর