গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সবাইকে ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। এদিন সশরীরে বিক্ষোভ করবেন তিনি।
এদিকে আজ শুক্রবার (১১ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণে মুসল্লিদের উদ্বুদ্ধ করতে খতিবদের আজকের জুমার খুতবায় কথা বলার অনুরোধ জানিয়েছেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন: ‘সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।’
এই অনুরোধের মাধ্যমে তিনি বাংলাদেশের মসজিদসমূহের খতিব, ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।