সাক্ষাৎ করুন নইলে ব্যবস্থা, জিনপিংকে ট্রাম্প

ট্রাম্প-জিনপিং

সাক্ষাৎ করুন নইলে ব্যবস্থা, জিনপিংকে ট্রাম্প

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আমার সঙ্গে সাক্ষাৎ করুন না হলে অন্য ব্যবস্থা নেওয়া হবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের আরো ৩০ হাজার কোটি ডলারের রপ্তানি পণ্যের ওপর বাড়তি শূল্ক আরোপ করার কথা বলেছেন।

চলতি মাসের শেষ দিকে জাপানে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের অবকাশে ট্রাম্প চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে  ট্রাম্প বলেন, আশা করি আমরা সাক্ষাৎ করব। তবে সাক্ষাৎ হলেও ভালো, না হলেও ভালো।

আগামী ২৮ ও ২৯ জুন জাপানের ওসাকা শহরে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ওই সম্মেলনে যদি চীনা প্রেসিডেন্ট বৈঠকে না বসেন তাহলে কী বেইজিংয়ের ওপর নতুন শূল্ক আরোপ করা হবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যা তাই করা হবে।

তবে চীনা প্রেসিডেন্ট বৈঠকে না বসলে প্রেসিডেন্ট ট্রাম্প অপমান বোধ করবেন না; তিনি অপমানিত হতে শেখেননি বলেও মন্তব্য করেন।

গত সপ্তাহে এ তিন হাজার কোটি ডলারের বাড়তি শূল্ক আরোপ করার কথা জানিয়েছিলেন ট্রাম্প।

পরে তিনি জি-২০ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর