শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৩ এপ্রিল রোববার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুইয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হচ্ছেন শালচুড়া গ্রামের নীলমহল কোচের ছেলে নীরঞ্জন কোচ (৩৫) ও পার্শ্ববর্তী রাংটিয়া গ্রামের নীপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫)। তারা দুজন সম্পর্কে ভায়রা ভাই। এ ঘটনায় রাংটিয়া গ্রামের মেদিনাথ কোচের ছেলে মহাদেব কোচ (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার শালচূড়া ভুইয়াবাড়ি এলাকায় পরিবারের পানির চাহিদা মেটাতে ৩/৪ দিন ধরে নিজ বাড়িতে প্রায় ৪০ ফুট গভীরতার নতুন কুয়া খুঁড়ছিলেন নারায়ণ কোচ। রোববার বিকেল ৪টার দিকে নারায়ণ কোচ কুয়াটি...
কুয়ার ৪০ ফুট নিচে নেমে অজ্ঞান, প্রাণ গেল দুই ভায়রার
শেরপুর প্রতিনিধি

শেরপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টাখেতে মরদেহ
শেরপুর প্রতিনিধি

শেরপুরে নিখোঁজের দুদিন পর ভুট্টাখেত থেকে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। আজ ১৩ এপ্রিল রোববার দুপুর পৗেনে বারোটার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামের নতুন ঈদগাহ মাঠের পাশে একটি ভুট্টাখেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই সবজি ব্যবসায়ীর নাম মাহবুবুর রহমান আনন্দ (২৭)। তিনি পার্শ্ববর্তী ডাকপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ একজন ক্ষুদ্র সবজি ব্যবসায়ী ছিলেন। তিনি জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ভাড়া থাকতেন। গত ১১ এপ্রিল শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে শেরপুর সদর উপজেলার দিকপাড়া গ্রামের নতুন ঈদগাহ মাঠের পাশের ভুট্টাখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি...
নাটোরে কওমি মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি

নাটোর শহরের একটি কওমি মাদ্রাসার টয়লেট থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সিয়াম হোসেন। রোববার সকাল ৬টার দিকে কান্দিভিটুায়া এলাকার আল জামিয়াতুল নূরানিয়া কান্দিভিটা মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শিক্ষার্থী সিয়াম হোসেন (১৪) নওগাঁ জেলার মান্দা উপজেলা চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শনিবার বিকেল থেকে সিয়ামকে না পেয়ে শিক্ষকরা চারদিকে খোাঁজাখুঁজি করেন এবং তার পরিবারকে জানান। শনিবার সকালে একজন শিক্ষক মাদ্রাসার তৃতীয় তলার একটি টয়লেট দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ এবং ওপরে দড়ি টানানো দেখতে পেয়ে সকলকে খবর দেন। পরে মাদ্রাসার শিক্ষকরা নাটোর থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এখনো এ...
মোংলা নদীতে নারীর মরদেহ, নেওয়া হলো আঙ্গুলের ছাপ
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয়দের দেওয়া খবরে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। মোংলা নৌপুলিশের ইনচার্জ মো. লুৎফুল কবির জানান, রোববার দুপুরে মোংলার পানির ঘাট এলাকায় নদীতে অর্ধগলিত একটি মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নারীর মরদেহটি উদ্ধার করেছে নৌপুলিশ। অজ্ঞাত মরদেহটি শনাক্তে লাশের আঙ্গুলের ছাপ নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ময়নাতদন্তের জন্য দুপুরেই মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। News24d.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর