মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে হার্ট অ্যাটাক অবস্থায় অভিনেত্রীকে আই সি ইউ তে লাইফ সাপোর্ট ভর্তি করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি। পোস্ট করে তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন। অমি আরও লিখেছেন, ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন। ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার...
মারা গেলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
অনলাইন ডেস্ক

আলোচনায় থাকলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারলো না মাম্মুট্টির 'বাজুকা'
অনলাইন ডেস্ক

বিষু উৎসব উপলক্ষে দক্ষিণী (মলয়ালম) সুপারস্টার মাম্মুট্টির নতুন অ্যাকশন থ্রিলার মুভি বাজুকা ছুটির দিন মুক্তি পেলেও বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। দ্বীনো ডেনিস পরিচালিত এই সিনেমাটি মুক্তির দ্বিতীয় দিনে শুক্রবার (১১ এপ্রিল) ভারতে আয় করেছে প্রায় ২০ মিলিয়ন রুপি, যার ফলে দুই দিনের মোট আয় দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন রুপি। প্রথম দিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) ছবিটি আয় করেছিল ৩০ দশমিক ২ মিলিয়ন রুপি, তবে দ্বিতীয় দিনে সেই গতি ধরে রাখতে পারেনি। দর্শক উপস্থিতি কমে যাওয়ায় আয় ৪৮ দশমিক ৫৩ শতাংশ থেকে নেমে ৩৯ দশমিক ৭৭ শতাশেং চলে আসে। যদিও ছবিটির স্টাইলিশ উপস্থাপনা এবং মাম্মুট্টির দূর্দান্ত অভিনয় প্রশংসিত হয়েছে, তবে খুব সরল গল্প ও দুর্বল প্রচারণা কারণে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। তবুও উৎসব উপলক্ষে মুক্তি ও মাম্মুট্টির বিশাল দর্শক সমর্থকের জন্য...
এবার বাসভবনে ঢুকে সালমানকে হত্যার হুমকি
অনলাইন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খান আবারও মৃত্যুহুমকির মুখে পড়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার (১৩ এপ্রিল) মুম্বাই ট্রাফিক পুলিশের ওয়ারলি ইউনিটের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে অভিনেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। খবর গালফ নিউজের। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী গালফ নিউজ জানিয়েছে, ওই বার্তায় বলা হয়, সালমান খানের বাসভবনে ঢুকে তাকে হত্যা করা হবে। এছাড়াও তার গাড়িতে বোমা রাখার হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় ওয়ারলি থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কে এই বার্তা পাঠিয়েছে, তাকে এখনও শনাক্ত করা যায়নি। এই প্রথম নয়এর আগেও সালমান খানের বিরুদ্ধে একাধিকবার প্রাণনাশের হুমকি এসেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি সালমানের বান্দ্রার বাড়ির সামনে গুলি ছোড়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নবি মুম্বাই পুলিশ পরবর্তীতে তদন্তে...
‘জাট’ দিয়ে বক্স অফিসে জাত চেনালেন সানি
অনলাইন ডেস্ক

সবাই ভেবেছিল ফুরিয়ে গেছেন তিনি। যদিও লম্বা বিরতি শেষে ২০২৩ সালে গাদার-এর সিকুয়েল গাদার ২ নিয়ে হাজির হন সানি দেওল। সে সময় সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মূলত এরপরই তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন দর্শক, পরিচালক, প্রযোজকেরা। সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত সিনেমা জাট। এই সিনেমা দিয়ে তিনি আবারও নিজের জাত চেনালেন। ৬৭ বছর বয়সেও যে ফিরে আসা যায়, সেটি বুঝিয়ে দিলেন এই অভিনেতা। সিনেমায় তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। আরেকটি চমকের বিষয় হলো- সিনেমাটির মোট নির্মাণ খরচ ১০০ কটি রূপি। যার মধ্যে সানি নাকি একাই নিয়েছেন ৫০ কটি রূপি। এটাও এই অভিনেতার কারিশমাই বটে। গত ১০ এপ্রিল সানি দেওলের বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া অ্যাকশন ফিল্ম জাট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দক্ষিণ ভারতীয় বাজারে দেওলের প্রথম প্রবেশ এবং পরিচালক গোপীচাঁদ মালিনেনির হিন্দি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত