রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটি দোয়া হলো মানসিক জোর ও সাহস বৃদ্ধির দোয়া। বিশিষ্ট সাহাবি হজরত জারির (রা.)-এর মানসিক অক্ষমতায় নবীজি (স.) তার জন্য দোয়া করেন। দোয়ার পর জারির (রা.) বড় একটি কাজে সক্ষমতার পরিচয় দেন। দোয়াটি হলো اللهم ثبتني واجعلني هاديا مهديا উচ্চারণ: আল্লাহুম্মা সাব্বিতনি, ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়্যা। অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে স্থির রাখুন, এবং আমাকে হেদায়াতপ্রাপ্ত ও হেদায়াতকারী বানিয়ে দিন। হজরত জারির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (স.) (তাকে) বলেছেন, তুমি কি জুল-খালাসাহকে ধ্বংস করে আমাকে চিন্তামুক্ত করবে? সেটি ছিল একটি মূর্তি। লোকেরা এর পূজা করত। সেটিকে বলা হতো ইয়েমেনি কাবা। আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমি অশ্বপৃষ্ঠে স্থির থাকতে পারি না। তখন তিনি আমাকে বুকে জোরে একটি থাবা মারলেন...
মনের সাহস ও শক্তি বাড়াতে পড়বেন যে দোয়া
অনলাইন ডেস্ক

হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

পবিত্র হজ উপলক্ষে সৌদি সরকার মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। ২৯ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞার আওতায় হজ পারমিট ছাড়া কোনও ব্যক্তি মক্কায় প্রবেশ কিংবা অবস্থান করতে পারবেন না। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আসন্ন হজ মৌসুমে প্রায় ২০ লাখ হজযাত্রী** সৌদি আরবে প্রবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল সমাগমের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। বিধিনিষেধ অনুযায়ী হজ পারমিট ছাড়া সৌদিতে অবস্থানরত প্রবাসীদেরও ২৩ এপ্রিল থেকে মক্কায় প্রবেশ নিষিদ্ধ। কেবল জাতীয় পরিচয়পত্রে মক্কা-নিবাসী হিসেবে তালিকাভুক্ত ব্যক্তি, হজ পারমিটধারী এবং পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ কর্মীরা মক্কায় প্রবেশ করতে পারবেন। হজ পারমিটের জন্য অ্যাবশের অথবা মুকিম পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ২৯ এপ্রিল থেকে নুসুক...
গুনাহের কাজে সহযোগিতা নিষিদ্ধ
মাইমুনা আক্তার

মানুষের ওপর যেসব কারণে বিপদ আসে, তার অন্যতম হলো, গুনাহ। গুনাহের কারণে জলে স্থলে বিপর্যয় নেমে আসে। তার প্রভাব মানুষের জীবন-যাত্রায় পড়ে। সর্বত্র অশান্তি ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর বান্দাদের এ ব্যাপারে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। (সুরা রুম, আয়াত : ৪১) শুধু সতর্ক করেই শেষ করেননি বরং পূর্ববর্তীদের যারা মহান আল্লাহর নাফরমানি করেছে, তাদের পরিণাম কী হয়েছে, তা দেখার জন্য ভ্রমণ করারও নির্দেশ দিয়েছেন। এর পরের আয়াতেই মহান আল্লাহ বলেছেন, বল, তোমরা জমিনে ভ্রমণ কর। অতঃপর দেখ পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুশরিক। (সুরা রুম, আয়াত : ৪১-৪২) তাই মুমিনের উচিত, সব ধরনের গুনাহ...
স্থানীয় সংস্কৃতি গ্রহণে ইসলামের পাঁচ মূলনীতি
মুফতি আবদুল্লাহ নুর

স্থানীয় সংস্কৃতি গ্রহণে ইসলামী শরিয়ত নিম্নোক্ত নীতিমালা অনুসরণ করে থাকে। ১. যাচাই করা : ইসলাম সাংস্কৃতিক ঐক্যের আহ্বান জানায়, তবে যে কোনো সংস্কৃতি গ্রহণের আগে তা যাচাই করতে বলে। কেননা সাংস্কৃতিক কাঠামো গঠনে মানবপ্রবৃত্তি কার্যকর থাকে। আর মানবপ্রবৃত্তির ভালো ও মন্দ উভয় দিক আছে। ইরশাদ হয়েছে, অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। (সুরা লাইল, আয়াত : ৪) ইমাম তাবারি (রহ.) উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় বলেন, হে মানুষ! তোমাদের কাজ বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। কেননা তোমাদের মধ্যে যেমন স্রষ্টায় অবিশ্বাসী ও আল্লাহর আদেশ-নিষেধ অমান্যকারী আছে, তেমন আল্লাহর প্রতি ঈমান স্থাপনকারী ও তাঁর আদেশ-নিষেধ মান্যকারীও আছে। (তাফসিরে তাবারি) শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি (রহ.) লেখেন, প্রচলিত রীতিনীতি ও পদ্ধতিগুলো সমাজে অন্যায় ও অশুভেরও প্রসার ঘটায়। মানুষ যখন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর