বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, দাওয়াত দ্বীন বিজয়ের অন্যতম অনুসঙ্গ। তাই আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য এবং দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণে মনোযোগী হতে হবে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের গোলচত্বরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে তেজগাঁও থানা জামায়াতের ২৬ নং ওয়ার্ডের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদীর সভাপতিত্বে ও সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। এতে আরও বক্তব্য দেন শেরেবাংলা থানা দক্ষিণের আমীর আবু সাঈদ মন্ডল, তেজগাঁও থানা...
আর কোনো সরকারকে স্বৈরাচার হতে দেওয়া হবে না: সাইফুল ইসলাম খান মিলন
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে যোগ্যতর ও সময়োপযোগী করে গড়ে তুলতে ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তির প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সোমবার (১৪ এপ্রিল) জামায়াত ইসলামী বসুন্ধরা থানা শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর ইঞ্জিনিয়ার আবুল বাসারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ ইউসুফের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা। সেলিম উদ্দিন বলেন, জামায়াত দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে...
আ.লীগ নিষিদ্ধ করাকে প্রথম সংস্কার মনে করে এনডিএম: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে প্রথম সংস্কার বলে মনে করে এনডিএম। ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবে এনডিএম এতমত বলেও জানান তিনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন এই রাজনীতিবিদ। এসময় তিনি জানান, ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের ১০০ এর বেশি প্রস্তাবে একমত এনডিএম। এদিন জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সঙ্গে সংলাপে অংশ নেয় এনডিএম। এসময় ড. আলী রীয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে। news24bd.tv/FA
বিএনপিকে নিয়ে সর্বশেষ কী ভাবছে ভারত!
অনলাইন ডেস্ক

ভারত নিয়ে একটা কথা বরাবরই চালু যে তারা বাংলাদেশের শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। দিল্লিতে নেতা-মন্ত্রী-কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন অতীতে বিএনপি শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভাল ছিল না বলেই দু-পক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। অন্যদিকে বিএনপির পাল্টা বক্তব্য, তারা বাংলাদেশে নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী এবং যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায় কিন্তু তাই বলে তাদের ভারতবিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই। এই বাস্তবতার পরও এটা ঘটনা, ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসে, বিএনপির তরফে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল। সম্ভবত বিএনপির ধারণা ছিল, যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর