ফেনীর সোনাগাজী থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিকেলে সোনাগাজীর চর মজলিশপুর ইউপিস্থ চর গোপালগাঁও গ্রামের চেরু পন্ডিত বাড়ীর ইব্রাহীম খলিল সোহাগের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোহাগ উক্ত গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। news24bd.tv/তৌহিদ
পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান, সোনাগাজীতে পাইপগানসহ গ্রেপ্তার ১
ফেনী প্রতিনিধি

সোনারগাঁয়ে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজ ইলিয়া সুমনা। এ উপলক্ষে ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে শুরু করে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রঙ-বেরঙের বাতি ও বিভিন্ন প্রাচীন মোটিফ দিয়ে সাজানো হয়েছে ফাউন্ডেশন চত্বর। তাছাড়া বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ গাড়িতে চলছে বৈশাখী প্রচারণা এবং ফাউন্ডেশন চত্বরে থাকছে জমকালো আয়োজন ও লোকজ মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ এপ্রিল শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কারুশিল্প পরিষদের...
অধ্যক্ষ পদে সকালে যোগদান, বিকেলে অবসর
নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে অধ্যক্ষ পদে যোগদান করেন অধ্যাপক মো. বাহারুল ইসলাম। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। পরে আজ দুপুরেই ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। জানা যায়, প্রায় সাত বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছিল কলেজটি। গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় আনন্দমোহন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে অধ্যক্ষ পদে পদায়নের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আজ সকালে তিনি অধ্যক্ষ পদে যোগদান করেন। আজই ছিল তার কর্মজীবনের শেষ দিন। এ উপলক্ষে অধ্যক্ষের কার্যালয়ে কলেজের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এ সময় উপস্থিতি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারোল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এর আগে তাকে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অধ্যক্ষ মো. বাহারুল ইসলাম...
গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি শাহ সারোয়ার কবীর আটক
দিনাজপুর প্রতিনিধি:

গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীরকে দিনাজপুর থেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের ঈদগাহ্ আবাসিক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের আবাসিক এলাকা থেকে গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে আটক করা হয়। গত পহেলা মে থেকে এই এলাকার দিবা গার্ডেন নামের নিজ বোনের বাসায় আত্ম গোপনে ছিলেন। তাকে পুলিশি হেফাজতে রাখা হবে পরবর্তীতে গাইবান্ধা পুলিশের হাতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, তার রাজনৈতিক পরিচয় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ২০২৪ এর নির্বাচনে গাইবান্ধা সদর আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন। ৫ আগেস্টর পরে গা ঢাকা দেন। News24d.tv/কেআই...