চট্টগ্রামে রিয়াজ উদ্দিন বাজারের জুতোর গোডাউনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রিয়াজ উদ্দিন বাজারের রহমান ম্যানসন নামে চার তলা মার্কেটের তৃতীয় তলায় এ আগুন লাগে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। সূত্র জানায়, আগুন লাগার আড়াই ঘণ্টা পার হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, রহমানস ম্যানসনের তিন তলার জুতোর গোডাউনে আগুন লেগেছে। রাত ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে। তবে ধোঁয়ার কারণে জুতোর মার্কেটটিতে প্রবেশে বেগ পেতে হচ্ছে। news24bd.tv/তৌহিদ
আড়াই ঘণ্টাতেও নেভেনি চট্টগ্রামের আগুন
অনলাইন ডেস্ক

পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান, সোনাগাজীতে পাইপগানসহ গ্রেপ্তার ১
ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিকেলে সোনাগাজীর চর মজলিশপুর ইউপিস্থ চর গোপালগাঁও গ্রামের চেরু পন্ডিত বাড়ীর ইব্রাহীম খলিল সোহাগের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোহাগ উক্ত গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। news24bd.tv/তৌহিদ
সোনারগাঁয়ে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ৫০ বছর পূর্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজ ইলিয়া সুমনা। এ উপলক্ষে ফাউন্ডেশনের প্রধান ফটক থেকে শুরু করে উৎসব প্রাঙ্গণ পর্যন্ত রঙ-বেরঙের বাতি ও বিভিন্ন প্রাচীন মোটিফ দিয়ে সাজানো হয়েছে ফাউন্ডেশন চত্বর। তাছাড়া বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ গাড়িতে চলছে বৈশাখী প্রচারণা এবং ফাউন্ডেশন চত্বরে থাকছে জমকালো আয়োজন ও লোকজ মঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২৮ এপ্রিল শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কারুশিল্প পরিষদের...
অধ্যক্ষ পদে সকালে যোগদান, বিকেলে অবসর
নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে অধ্যক্ষ পদে যোগদান করেন অধ্যাপক মো. বাহারুল ইসলাম। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। পরে আজ দুপুরেই ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। জানা যায়, প্রায় সাত বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছিল কলেজটি। গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় আনন্দমোহন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে অধ্যক্ষ পদে পদায়নের আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। আজ সকালে তিনি অধ্যক্ষ পদে যোগদান করেন। আজই ছিল তার কর্মজীবনের শেষ দিন। এ উপলক্ষে অধ্যক্ষের কার্যালয়ে কলেজের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এ সময় উপস্থিতি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারোল হকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এর আগে তাকে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অধ্যক্ষ মো. বাহারুল ইসলাম...