নওগাঁর বদলগাছীতে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-এ জাহিদ হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার জাহিদ হোসেন বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের ছত্রছায়ায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গত বছরের ৫ নভেম্বর বদলগাছীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে...
গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
নওগাঁ প্রতিনিধি

সীমানায় ঢুকে বাংলাদেশি জেলেদের ওপর বিএসএফের হামলা
অনলাইন ডেস্ক

বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা একদল জেলের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী কালিন্দি নদীর বয়ারসিং সংলগ্ন উলোখালীর চর এলাকায় ঘটনাটি ঘটে। এসময় জেলেদের মারধর করে তাদের দুটি নৌকা বিএসএফ সদস্যরা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জেলেরা। হামলার সময় ছত্রভঙ্গ হয়ে যাওয়া জেলেরা সুন্দরবনের মধ্যে দিয়ে পায়ে হেঁটে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন বলে দাবি তাদের স্বজনদের। বিএসএফের হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ। ঘটনার শিকার শাহাদাৎ হোসেন জানান, পশ্চিম সুন্দরবনের...
জুলাই অভ্যুত্থানের পর সিন্ডিকেট ভেঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গের চা শিল্প
পঞ্চগড় প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের পর সিন্ডিকেটের কবল থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গের সমতল অঞ্চলের চা শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, ন্যায্যতার ভিত্তিতে এই শিল্পের দিকে সরকারের আরও নজর দেওয়া প্রয়োজন। উত্তরবঙ্গ দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল। সমতল ভূমিতে ক্ষুদ্র চা চাষিরা এই অঞ্চলে চায়ের আবাদ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করে আসছিলেন। কিন্ত গত ১৫ বছরে চা কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে নায্যমূল্য পাচ্ছিলেন না তারা। চা পাতার নায্য মূল্যের জন্য বছরের পর বছর আন্দোলন করে আসছিলেন তারা। ফলে দুটি পাতা একটি কুড়ি সরবরাহের বদলে ৫/৬ পাতার সবুজ পাতা সরবরাহ করছিলেন চাষিরা। ডিডাকশনের নাম করে দাম কম দিয়ে এই পাতা দিয়েই তৈরি চা উৎপাদন করছিলো কারখানা কতৃপক্ষ। এতে চায়ের মান কমে যাবার কারণে অকশন মার্কেটেও উত্তরবঙ্গের চায়ের সুনাম নষ্ট হচ্ছিল।...
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
মানিকগঞ্জ প্রতিনিধি

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখের আদলে ফ্যাসিস্ট হাসিনার মোটিফ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে। এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফটি তৈরি করেছিলেন। হাসিনার মোটিফ তিনি তৈরি করেননি। তিনি আরো বলেন, এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এর রহস্য উদ্ঘাটন হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর