বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিসংখ্যান

ছবি সংগৃহীত

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিসংখ্যান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারত-পাকিস্তান মানেই এক যুদ্ধ যুদ্ধ ভাব। ক্রিকেটেও ব্যতিক্রম নয়। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট পরাশক্তির ম্যাচ মানেই সমর্থকদের অন্যরকম উন্মাদনা।

আর বিশ্বকাপ হলেতো উত্তেজনা আরও বেশি।

চলতি বিশ্বকাপে আজ রোববার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট পরাশক্তি। বিকেল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে।  

আইসিসি টুর্নামেন্ট বা বিশ্বকাপে দুই দেশের মুখোমুখি সাক্ষাতে কোন দল এখন পর্যন্ত এগিয়ে এই প্রতিবেদনে তুলে ধরা হল- 

আইসিসি টুর্নামেন্টে-

ওয়ানডে বিশ্বকাপ-
মোট ৬ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। ৬ বারই জিতেছে ভারত (১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ-

মোট ৫ বারের সাক্ষাতে ভারত জয়ী ৫ বার।

চ্যাম্পিয়ন্স ট্রফি-

মোট ৫ বার সাক্ষাতে পাকিস্তানের জয় ৩, ভারতের ২।

বিশ্বকাপে দুই দেশের ম্যাচ:

৪ মার্চ, ১৯৯২, সিডনি: ভারত জয়ী ৪৩ রানে।

৯ মার্চ, ১৯৯৬, বেঙ্গালুরু: ভারত জয়ী ৩৯ রানে।

৮ জুন, ১৯৯৯, ম্যাঞ্চেস্টার: ভারত জয়ী ৪৭ রানে।

১ মার্চ, ২০০৩, সেঞ্চুরিয়ন: ভারত জয়ী ৬ উইকেটে।

৩০ মার্চ, ২০১১, মোহালি: ভারত জয়ী ২৯ রানে।

১৫ ফেব্রুয়ারি, ২০১৫, অ্যাডিলেড: ভারত জয়ী ৭৬ রানে।

ওয়ানডে ইতিহাসে দুই দেশ-

মোট ম্যাচ ১৩১, পাকিস্তানের জয় ৭৪, ভারতের জয় ৫৬, পরিত্যক্ত ১    


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর