নৌকার তলা ফেটে ডুবে নারীর মৃত্যু, নিখোঁজ ১

নৌকাডুবে নারীর মৃত্যু। প্রতীকী

নৌকার তলা ফেটে ডুবে নারীর মৃত্যু, নিখোঁজ ১

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে এক নারী নিহত ও আরেকজন নিখোঁজ রয়েছেন। রোববার (১৬ জুন) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের উজালডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।

নিহত ওই নারীর নাম ময়না বেগম (২৩) ও নিখোঁজের নাম রুপবান বেগম (৩৩)। নিহত ময়না বেগম ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের মানিককোড় গ্রামের ফয়জুল মিয়ার স্ত্রী।

নিখোঁজ রুপবানু বেগম একই গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১০-১২ জন যাত্রী নিয়ে বালাসিঘাট থেকে একটি শ্যালোইঞ্জিন চালিত একটি নৌকা উজালডাঙ্গা মানিককোড় চর এলাকায় যাচ্ছিলে। নৌকাটি ব্রহ্মপুত্র নদের উজালডাঙার পুর্বপাশে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাঁতার কেটে তীরে ফিরে আসলেও ময়না বেগম নামে এক নারীর মৃত্যু হয়।

তবে এ ঘটনার পর থেকে আরেক নারী রুপবানু নিখোঁজ রয়েছেন।

ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ জানান, হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া নৌকাডুবে আহত দু’জনকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)