‘ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে সাবধান’

ওমান সাগরে হামলায় ক্ষতিগ্রস্ত একটি তেল ট্যাংকার

‘ইরানের সঙ্গে যুদ্ধের ব্যাপারে সাবধান’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী বার্নি স্যান্ডার্স ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ওমান সাগরে দুটি তেল ট্যাংকারে রহস্যজনক হামলার জন্য ইরানকে দায়ী করে যুদ্ধ শুরু করার ঠিক হবে না।

তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেন।

তিনি লিখেছেন, ওমান সাগরের ঘটনাকে ইরানের সঙ্গে যুদ্ধের অজুহাত হিসেবে অবশ্যই ব্যবহার করা যাবে না।

‘‌‌ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া যে শুধু বেআইনি হবে তাই নয় সেইসঙ্গে এর ফলে ‌‘আমেরিকা, ইরান, মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বে চরম বিপর্যয় নেমে আসবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে ওমান সাগরে দুটি বিশাল তেলবাহী ট্যাংকে সন্দেহজনক হামলা হয়। এতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। একটি জাহাজ জাপানি মালিকানাধীন, অন্যটি মারশাল আইল্যাণ্ডের। হামলার পরপরই নিকটবর্তী দেশগুলোতে বিপদ সংকেত পাঠানো হয় এবং দ্রত ইরানি উদ্ধারকারী জাহাজ হামলার শিকার জাহাজ দুটি থেকে সব ক্রুকে উদ্ধার করে।

ঘটনার পরপরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানকে দায়ী করেন এবং সৌদি আরব ও ব্রিটেন তাতে সমর্থন দেয়।

তবে জার্মানিসহ আমেরিকার বহু মিত্র দেশ এবং হামলার শিকার ট্যাংকারগুলোর মালিকরা বলেছেন, এ হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করার মতো কোনো তথ্যপ্রমাণ কারো হাতে নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ থেকে বিশ্ব জনমতকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে ‘নাশকতামূলক কূটনীতি’র আশ্রয় নিয়েছে ওয়াশিংটন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর