সাকিবের সেঞ্চুরি, লিটনের অর্ধশত

সাকিব-লিটন

সাকিবের সেঞ্চুরি, লিটনের অর্ধশত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৯ বিশ্বকাপে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করলেন সাকিব আল হাসান। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৫ বিশ্বকাপে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব প্রথম সেঞ্চুরি (১২১) করেন ইংল্যান্ডের বিপক্ষে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেলেন বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি।

ওশান টমাসকে চার মেরে ৮৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করেন সাকিব। ১০০ রানে অপরাজিত আছেন তিনি। এদিকে তাকে সঙ্গ লিটন দাশও করেছেন অর্ধশত।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮৮ বলে ১০৯ রানে ব্যাট করছেন সাকিব এবং ৫০ বলে ৫৩ রান নিয়ে ব্যাট করছেন লিটন।

বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও সবার ওঠে এসেছেন সাকিব। পেছনে ফেলেছেন অ্যারন ফিঞ্চকে। অস্ট্রেলিয়ান ওপেনার ৫ ম্যাচে করেছেন ৩৪৩ রান। সাকিব ৪ ম্যাচে করেছেন এখন পযর্ন্ত ৩৫৫ রান।

২০১৯ বিশ্বকাপে এর আগে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪, ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রান করেছেন। এছাড়া উইন্ডিজদের বিপক্ষে ২৩ রান নিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলকও গড়েছেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান করেন তামিম ইকবাল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর