চীনে ভূমিকম্পে নিহত ১২

ছবি সংগৃহীত

চীনে ভূমিকম্পে নিহত ১২

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চীনের দক্ষিণপশ্চিমে ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ভেতর থেকে ১৩৪ জনকে আহতাবস্থায় উদ্ধার করেছে। সোমবার (১৭ জুন) বেইজিং সময় রাত ১০টা ৫৫ মিনিটে সিচুয়ানের চ্যাংনিং কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ১৬ কিলোমিটার।

তারা জানায়, ওই ভূমিকম্প আঘাত হানার পর আরও চারবার সেখানে কম্পন ‍অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৫ দশমিক ৩ মাত্রা।

চীনের সরকারি সূত্রে বলা হয়েছে, সিচুয়ান প্রদেশের চ্যাংনিং কাউন্টির ইবিনে আঘাত হানা ওই ভূমিকম্পের কারণে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধসে পড়েছে। এর ফলে চার হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, রাতে ভূমিকম্প ওই এলাকাকে কাঁপিয়ে দেয়ার পরপরই দুই হাজার ১৬ জনের উদ্ধারকারী দল তৎপর হয়েছে। তারা বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও স্থাপনা তল্লাশি করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর