আফগানদের বিপক্ষে ব্যাটিং করছে ইংল্যান্ড

প্রতীকী ছবি

আফগানদের বিপক্ষে ব্যাটিং করছে ইংল্যান্ড

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান। আসরে হট ফেভারিট ও আন্ডারডগের লড়াইয়ে টস প্রথমে ব্যাটিং নিয়েছেন ইংলিশরা। ফলে আগে ব্যাট করবে আফগানরা।

মঙ্গলবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জেতেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।

প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। এ ম্যাচে স্বাগতিক একাদশে এসেছে দুই পরিবর্তন। জেমস ভিন্স ও মঈন আলি অন্তর্ভুক্ত হয়েছেন। ইনজুরির কারণে বাইরে আছেন জেসন রয়।
আর ছিটকে গেছেন লিয়াম প্লাংকেট।

আফগানিস্তান একাদশে এসেছে তিন পরিবর্তন। আফতাব আলম, হজরতউল্লাহ জাজাই ও হামিদ হাসানের পরিবর্তে একাদশে ঢুকেছেন দৌলত জাদরান, নাজিবুল্লাহ জাদরান ও মুজিব-উর-রহমান।

ইংল্যান্ড একাদশ: জেমস ভিন্স, জনি বেয়ারেস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মঈন আলি, জোফরা আর্চার, মার্ক উড ও আদিল রশিদ।

আফগানিস্তান একাদশ: রহমত শাহ, নুর আলী জাদরান, হাশমতউল্লাহ শাহীদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খীল (উইকেটরক্ষক), গুলবাদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর –রহমান ও দৌলত জাদরান।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর