ছয় দফা দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পলিটেকনিক) শিক্ষার্থীরা চলমান আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অস্থিরতা সৃষ্টি হয়। এ নিয়ে ২১ এপ্রিল পলিটেকনিক শিক্ষার্থীরা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে দেখা করেন। এ সময় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) নেতারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের লক্ষ্যে...
আন্দোলন স্থগিত পলিটেকনিক শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক

৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের খবরে যা বললো পিএসসি
অনলাইন ডেস্ক

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২২ এপ্রিল) পিএসসির এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষাসংক্রান্ত বিষয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নজরে এসেছে। এতে বলা হয়, সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, কতিপয় প্রার্থী সংবাদ সম্মেলন করে বলেছেন- তাদের মনে হচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। এই প্রশ্নপত্র বিজি প্রেস থেকে ছাপানো সেই প্রশ্ন....ইত্যাদি। তাদের সঙ্গে প্রশ্নকারকদের যোগাযোগ হয়েছে, যারা তাদের নিশ্চিত করেছেন, ৫ আগস্টের পর তারা পিএসসিকে কোনো প্রশ্নপত্রের সেট করে দেননি।...
সিটি কলেজ বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক

সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধবার এবং বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ এম মোবারক হোসাইন এই ঘোষণা দেন। এফ এম মোবারক হোসাইন বলেন, কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পুরো বিষয়টি এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। সিটি কলেজের অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তার জন্য প্রশাসনের কাছে আমরা বিচার দিয়েছি। তারাই আমাদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন। পরবর্তী সময়ে যেন কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগামীকাল এবং পরদিন কলেজ বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। দুপুর একটার দিকে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। দুইটার দিকে টিচার্স...
ফের ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, এবার কী নিয়ে?
অনলাইন ডেস্ক

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি করেন তারা। তারা বলেন, পূর্বশত্রুতার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মারধরের সঙ্গে জড়িত। ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই জের ধরে আমরা আজ এখানে এসেছি। news24bd.tv/MR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর