ইন্দোনেশিয়ায় দিয়াশলাই কারখানায় আগুন নিহত ৩০

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ায় দিয়াশলাই কারখানায় আগুন নিহত ৩০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্দোনেশিয়ায় একটি দিয়াশলাই কারখানায় আগুনে বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দিয়াশলাই কারখানাটি একইসঙ্গে কারখানা ও আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। অর্থাৎ এই ভবনে থাকতেন অনেকেই।

ঘটনাটি সম্পর্কে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার ডিজাস্টার এজেন্সির প্রধান রিয়াদিল লুবিস জানান, কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনটি দ্রুত নিভিয়ে ফেলা হয়। নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি যখন জুম্মার নামাজ পড়তে বের হচ্ছি তখন বিস্ফোরণের শব্দ শুনতে পাই।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান শেয়ারি বলেন, সম্ভবত শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। নিহতদের শরীর এমনভাবে পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

এর আগে জাকার্তার বাইরে ২০১৭ সালে একটি আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত ও বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছিলেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর