ইরাকে জুমার নামাজে মসজিদে বিস্ফোরণে নিহত ১০

ছবি সংগৃহীত

ইরাকে জুমার নামাজে মসজিদে বিস্ফোরণে নিহত ১০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে একটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।  

দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে। খবর আল-জাজিরার।
সদর শহরের বালাদিয়াতের ইমাম মাহদি আল-মুন্তাদর মসজিদে ওই বিস্ফোরণ ঘটে।

এসময় জুমার নামাজ আদায়ে মসজিদে জড়ো হয়েছিলেন মুসল্লিরা।

পুলিশের ক্যাপ্টেন আহমেদ খালাফ বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, হামলাকারী একটি বিস্ফোরক-বোঝাই বেল্ট পরিহিত ছিলেন।

তিনি বলেন, এ ঘটনায় ১০ জন নিহত হয়েছে এবং ডজনের বেশি মানুষ আহত হয়েছে। তবে অন্যান্য নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এমন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে।

এদিকে কোনও গ্রুপই এখনও এই হামলার দায় স্বীকার করেনি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)