'প্রধানমন্ত্রীর চীন সফরের আগে শ্রমিকদের সংঘর্ষ দুঃখজনক'

ছবি সংগৃহীত

'প্রধানমন্ত্রীর চীন সফরের আগে শ্রমিকদের সংঘর্ষ দুঃখজনক'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের আগে পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা দুঃখজনক। আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মিতব্য ‘পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে’ বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে দ্বিতীয় দফার সংঘর্ষে এক চীনা শ্রমিক মারা যান।

নিহত ঝাং ইয়াং ফাং (২৬) নামের ওই চীনা শ্রমিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ইলেকট্রেশিয়ান পদে কর্মরত ছিলেন।

এছাড়া, গুরুতর আহত আরও পাঁচ চীনা শ্রমিককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরা হলেন- লিন কু মু (২৭), ঝ্যাং হুয়া (৩৪), ঝ্যাং সিং থান (২৫), ঝাং হু (২৬) ও জু ঝাং (৫৪)।

আহত বাংলাদেশি দুই শ্রমিক মো. মোস্তাফিজুর রহমান (৪৭) ও মো. জহুরুল ইসলামকে (৬৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর