লিটনের আউট নিয়ে বিতর্কে ঝড়

ছবি সংগৃহীত

লিটনের আউট নিয়ে বিতর্কে ঝড়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আম্পায়াররা তাদের সিদ্ধান্ত দিয়েছেন লিটন দাস ‘আউট’। আসলেই কি তিনি আউট হয়েছিলেন? গত এশিয়া কাপের ফাইনালেও ভারতের বিপক্ষে স্ট্যাম্পিং হয়ে ফিরতে হয়েছিল সাজঘরে। ওই বিতর্ক এখনও শেষ হয়নি। সেই আগুনে এবার ঘি ঢেলে দিয়েছেন আলিম দ্বার।

আজ আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ সাউদাম্পটনে। এই ম্যাচে লিটনের আউট বিতর্কের জন্ম দিয়েছে। আম্পায়ার প্যানেল ছাড়া সাধারণ দর্শকদের মানতে কষ্টই হচ্ছে এটি যে আউট।

news24bd.tv

ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মুজিব উর রহমানের বল কাভার অঞ্চল দিয়ে মারতে গিয়ে হাশমতুল্লাহ শাহিদীর তালু বন্দি হোন লিটন দাস।

টিভি স্ক্রিনে স্পষ্ট দেখা যায় বল মাটি ছুঁয়ে হাসমতুল্লাহ’র হাতে উঠে। পরে টিভি আম্পায়ার আউট দে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়াচ্ছে উত্তাপ।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর