ছাত্রলীগ নেতা সোহেল হত্যার ২ আসামি রিমান্ডে

ছাত্রলীগ নেতা সোহেল হত্যার ২ আসামি রিমান্ডে

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে হাতুড়ি পেটায় ছাত্রলীগ নেতা সোহেল রানা হত্যা মামলার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

আজ বুধবার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. খোরশেদ আলম আসামি নয়ন মৃধা (২৬) ও সজীব মোল্লা (৩০) কে রিমান্ডে নেয়ার আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী অফিসার বড়াইগ্রাম থানার এসআই শামসুল ইসলাম আটককৃত ৫ আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত দুই জনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর তিন আসামি মোহাম্মদ আলী (৬০), রফিক মৃধা (৬০) ও সাইফুল ইসলাম (৪০) এর রিমান্ড আবেদন না-মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলার প্রধান দুই আসামি রাজিব (২৩) ও সাগর (২৩) পলাতক রয়েছে।

 

উল্লেখ্য, গত ২ জুন উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা দক্ষিণপাড়া এলাকার ঈদগাহ মাঠ সাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে একই এলাকার কয়েক যুবক হাতুড়ি দিয়ে পিটিয়ে সোহেল রানাকে হত্যা করে। সোহেল ওই গ্রামের খলিল প্রামাণিকের একমাত্র ছেলে। সে জেলা আওয়ামী ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর