‘৭১ সালের জামায়াত আর এ জামায়াত এক নয়’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।

‘৭১ সালের জামায়াত আর এ জামায়াত এক নয়’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জামায়াতে ইসলামিকে দেশপ্রেমী শক্তি হিসেবে আখ্যা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।
তিনি বলেছেন, ১৯৭১ সালের জামায়াত আর ২০১৯ সালের জামায়াত এক নয়। জামায়াতে ইসলামি দেশপ্রেমী শক্তি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন।

মধ্যবর্তী নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

এসময় ‘নাজুক অর্থনৈতিক ও রাজনৈতিক’ পরিস্থিতি এবং খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এলডিপি ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে এক মঞ্চের ঘোষণা দেয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘১৯৭১ সালের জামায়াত আর ২০১৯ সালের জামায়াত এক না। তাদের মধ্যে অনেক সংশোধন এসেছে এবং তারা নিজেদের মধ্যেও বসে সিদ্ধান্ত নিচ্ছে।

তারা দেশপ্রেমী শক্তি। তারা দেশকে ভালোবাসে, খালেদা জিয়াকে মুক্ত করতে চায়। ’

তিনি জানান, দেশপ্রেমী ও বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাসী, তাদের সবাইকে নতুন মঞ্চে নেবেন। তবে দালালদের এই মঞ্চে রাখবেন না।

সংবাদ সম্মেলনের শুরুতে অলি আহমদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বিএনপি অনেক বড় ইস্যু পেয়েও আন্দোলন করতে পারেনি। তিনি আরও বলেন, ‘কারণ আমাদের মধ্যে অনেকে অবৈধ পন্থায় উপার্জিত টাকা/ধন সম্পদ রক্ষা করার জন্য সরকারের সঙ্গে সমঝোতা করে কাজ করছি। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর