ফ্রান্সে মসজিদের সামনে বন্দুকধারীর হামলা

ফ্রান্সে মসজিদের সামনে বন্দুকধারীর হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফ্রান্সের পশ্চিমের শহর ব্রেস্টে একটি মসজিদের সামনে বন্দুকধারীর হামলায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবারের এ ঘটনার পরই গোটা এলাকা ঘিরে বন্দুকধারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার ট্যুইট করে জানিয়েছেন, বৃহস্পতিবারের এই হামলার পরেই তিনি গোটা দেশের ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পরেই একটি গাড়িতে চেপে ওই বন্দুকধারী পালিয়ে যায়।

তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষার কারণে ঘটনাস্থলের আশপাশের লোকজনকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)