মিয়ানমারে বিমান বিধ্বস্তে ১২১ কোটি টাকা ক্ষতিপূরণ

ছবি সংগৃহীত

মিয়ানমারে বিমান বিধ্বস্তে ১২১ কোটি টাকা ক্ষতিপূরণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিয়ানমারের ইয়াংগুনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। বিমানটির বীমা করা ছিল এবং বিধ্বস্ত হওয়ায় সেই বিমার টাকাই পাচ্ছে বিমান।

গতকাল বৃহস্পতিবার সাধারণ বীমা কর্পোরেশনের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ১৯ জুন সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের ৫৯৮তম সভায় ক্ষতিপূরণ পরিশোধের বিষয়টি অনুমোদনের কথা জানায়।

গত ৮ মে এস২-এজিকিউ-বোম্বারডিয়ার ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের বিমানটি দুর্ঘটনায় পড়ে ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ের পাশে ভেঙে তিন টুকরো হয়ে যায়। এ ঘটনায় পাইলটসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর