অজিদের কাছে ৮৬ রানের হার কিউইদের

ছবি সংগৃহীত

অজিদের কাছে ৮৬ রানের হার কিউইদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ড। তবে টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্টের শেষ চারে যাওয়াটা এখন শঙ্কার মুখে কিউইদের।

শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিদের কাছে ৮৬ রানে হারে কিউইরা। নিউজিল্যান্ড ৪৩.৪ বলে ১০ উইকেট হারিয়ে করে ১৫৭ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পেছনে নিজেদের ব্যাটিং দুর্বলতাকে দোষ দিলেন উইলিয়ামসন। সেই সঙ্গে তিনি প্রশংসা করলেন অজিদের অ্যালেক্স ক্যারিকে, ‘এটা খুব চ্যালেঞ্জিং পিচ ছিল। ৯২ রানে তারা (অস্ট্রেলিয়া) যখন ৫ উইকেট হারালো তখন ক্যারি নামল। এবং দুর্দান্ত জুটি গড়ল।

 

পার্থক্যটা সেই করে দিয়েছে। তার আগে আমরা ম্যাচে ছিলাম। তবে আমাদের চেয়ে অস্ট্রেলিয়া ভাল ব্যাট করেছে। আমরা চেষ্টা করেছি লড়াই করতে। কিন্তু দিনটা আমাদের ছিল না। ’ 

নিউজিল্যান্ড রাউন্ড রবিনে শেষ ম্যাচ খেলবে ৩ জুলাই, স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর