আজ মিরাজের পরিবর্তে রুবেল খেলছে!

ছবি সংগৃহীত

আজ মিরাজের পরিবর্তে রুবেল খেলছে!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতীয় স্পিনাররা বেদম মার খেয়েছেন ইংল্যান্ডের কাছে। তাই একই উইকেটে ভারতের বিপক্ষে নিজেদের স্পিন আক্রমণে খুব বেশি ভরসা নেই বাংলাদেশ দলের।  

তাই আজ মেহেদী হাসান মিরাজের পরিবর্তে রুবেল হোসেনকে খেলানোর সিদ্ধান্ত একরকম হয়েই গেছে। এই বিশ্বকাপে যিনি একটি ম্যাচই খেলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

 

আজ সকালে যদি নিজেকে ফিট মনে করেন, তাহলে খেলবেন মাহমুদ উল্লাহও। এর অন্যথায় হলে তাঁর পরিবর্তে সাব্বির রহমান ঢুকবেন একাদশে। অস্ট্রেলিয়া ম্যাচে মুখোমুখি হওয়া প্রথম বলেই বোল্ড হওয়া সাব্বিরও ঘটনাচক্রেই ফিরবেন একাদশে।

গতকাল প্র্যাকটিসে আসেননি তামিম ইকবাল।

তা নিয়ে সৃষ্ট সংশয় অবশ্য দূর হয়েছে দ্রুতই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাথা ব্যথার কারণে অনুশীলনে আসেননি তিনি। তাই আজ তামিমের খেলা নিয়ে কোনো সংশয় নেই। সামান্য সংশয় আছে মাহমুদের খেলা নিয়ে।  

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে তাঁকে। গতকাল নেটে দীর্ঘ সময় ব্যাট করলেও দৌড়ানোর সময় একটু সমস্যা হচ্ছিল মাহমুদের, ‘ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই। শুধু দৌড়াতে গেলে একটু সমস্যা হচ্ছে। তবে আশা করি সেরে উঠব। ’ দল থেকেও একটা রাত সময় পেয়েছেন তিনি। ‘চূড়ান্ত সিদ্ধান্ত রিয়াদই (মাহমুদ) নেবে’- জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ।

ওদিকে ভারতের বিপক্ষে স্পিনে ভরসা যেমন নেই টিম ম্যানেজমেন্টের, তেমনি রোহিত শর্মা ও বিরাট কোহলির বিপক্ষে সুখস্মৃতি রয়েছে রুবেল হোসেনের। তাঁর একাদশে ঢুকে যাওয়ার ক্ষেত্রে এটিও রেখেছে ভূমিকা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদ উল্লাহ/সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর