রাঙামাটিতে আগুনে পুড়ল শতাধিক ঘর

আগুন। প্রতীকী

রাঙামাটিতে আগুনে পুড়ল শতাধিক ঘর

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি লংগদুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচটি দোকানসহ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার মাইনী মুখ ইউনিয়নের ঢাকাইয়্যা টিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা।

তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, রাত আড়াইটার দিকে উপজেলার মাইনী মুখ ইউনিয়নের ঢাকাইয়্যা টিলা এলাকায় শফিকের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন পুরো এলাকায় ছড়িয়ে শতাধিক ঘর পুড়ে যায়। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে 
তাদের দাবি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মিরাজ হায়দার চৌধুরীর, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, লংগদু থানার (ওসি) রঞ্জন কুমার সামন্ত, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর