শিশু ইমরান হত্যা মামলায় সৎবাবাসহ দুইজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

শিশু ইমরান হত্যা মামলায় সৎবাবাসহ দুইজনের মৃত্যুদণ্ড

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার ঘোড়াগাছা গ্রামের শিশু ইমরান হত্যা মামলায় সৎবাবাসহ দুইজনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে স্পেশাল জজ আদালত।  

বুধবার দুপুরে বিচারক মোহাম্মদ ফারুক হোসেন এ রায় দেন। একইসাথে এ মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।  

দণ্ডিতরা হলেন, ইমরানের সৎবাবা ঘোড়াগাছা গ্রামের আন্দাউল্লাহ আজিজের ছেলে সবদুল ও আব্দুল মজিদের ছেলে আব্দুল হাকিম।

খালাস প্রাপ্তরা হলেন একইগ্রামের দাউদ মোড়লের ছেলে ইদ্রিস আলী ও খোড়া কাশেমের ছেলে ইকবাল হোসেন।

স্পেশাল জজ আদালতের পিপি এসএম বদরুজ্জামান পলাশ জানিয়েছেন, ২০০১ সালের ২৪ এপ্রিল খুন হয় শিশু ইমরান (১২)। এ ঘটনায় নিহতের নানা হায়াৎ আলী মল্লিক বাদি হয়ে সবদুল, আব্দুল হাকিম, ইদ্রিস আলী ও ইকবাল হোসেনকে আসামি করে কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।

রায় ঘোষণা শেষে দণ্ডিত আব্দুল হাকিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে সবদুল পলাতক রয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর