'যারা স্বাধীনতা চায়নি তারা এখনও ষড়যন্ত্র করছে'

ছবি সংগৃহীত

'যারা স্বাধীনতা চায়নি তারা এখনও ষড়যন্ত্র করছে'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে তারা ক্ষমতায় থাকলে দেশ উন্নত হয় তা আজ প্রমাণিত। যারা স্বাধীনতা চায়নি তারা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আর তা মোকাবেলা করেই দেশ এগিয়ে যাচ্ছে।  

আজ বুধবার বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে  চীন প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি তারা উন্নতিও চায় না। একটি বিশেষ মহল এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু তার পরেও দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গত ৭০ বছরে চীন নিজেকে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

চীনের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। বাংলাদেশের শিক্ষার্থী যারা চীনে লেখাপড়া করছে তাদেরকে আমি বলব এই দেশটির কাছ থেকে তারা অনেক কিছুই শিখতে পারে, কি করে চীনের জনগণ দিনরাত এত পরিশ্রম করে।
 
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার ধারাবাহিকতা আছে বলেই অর্থনৈতিক,  সামাজিক উন্নয়নে বংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। দেশের এ অর্জনের কথা বিশ্বকে জানানোর জন্য প্রবাসীদের আরও সক্রিয় হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর