‘জয় শ্রীরাম’ না-বলায় মাদ্রাসাছাত্রকে পিটুনি

পিটুনি। প্রতীকী

‘জয় শ্রীরাম’ না-বলায় মাদ্রাসাছাত্রকে পিটুনি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘জয় শ্রীরাম’ না বলায় এবার ১১ বছরে এক মাদ্রাসাছাত্রকে মারধর করা হয়েছে। ভারতের পুরুলিয়ার নিতুড়িয়ায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী কিশোরের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, বুধবার বিকেলে চার যুবক পথ আটকে তাকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় তাকে মাটিতে ফেলে মারা হয়।

এ ব্যাপারে বৃহস্পতিবার তার বাবা নিতুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। তবে এ ঘটনার ২৪ ঘণ্টা পরা হলে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

এ ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর দাবি, ‘বিজেপি উগ্র হিন্দুত্বের জিগির তুলে সন্ত্রাস চালাচ্ছে। ’ 

বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর পাল্টা দাবি, ‘বিজেপির ভাবমূর্তিতে কালি ছেটাতে তৃণমূল এই কাণ্ড ঘটিয়েছে।

ছাত্রটি জানায়, এক বন্ধুকে বাসে তুলে দিয়ে মাদ্রাসায় ফিরছিল সে। এসময় চারজন যুবক তার পথরোধ করে। প্রথমে পরিচয় জানতে চায়। তারপর ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপাচাপি করে।

তার অভিযোগ, ‘ওদের কথা না শোনায় লাথি, ঘুষি মারে। কাকুতি-মিনতি করছিলাম; শোনেনি।  

এর আগে ভারতের কুচবিহারের তুফানগঞ্জে এক ব্যক্তিকে এবং দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এক মাদ্রাসা শিক্ষককেও ‘জয় শ্রীরাম’ না বলায় তাদেরকে মারধর করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর