গ্যাসের দাম যৌক্তিক কারণে সমন্বয় করা হয়েছে: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

গ্যাসের দাম যৌক্তিক কারণে সমন্বয় করা হয়েছে: ওবায়দুল কাদের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্যাসের দাম যৌক্তিক কারণে সমন্বয় করা হয়েছে। এটা পুনর্বিবেচনা করার সুযোগ নেই।

আজ শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গ্যাসের দাম বৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু বিষয় কারণ ছিল।

আমি এবিষয়ে কথা বলেছি। যার কারণে গ্যাসের দামের সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের জন্য এর যৌক্তিকতা অনস্বীকার্য।

তিনি বলেন, প্রতি বছর সরকারেকে গ্যাসে প্রচুর ভর্তুকি দিতে হয়।

এখন গ্যাসের দাম সমন্বয় করা হলো। এরপরও অনেক টাকা সরকারকে ভর্তুকি দিয়ে যেতে হবে।

তিনি বলেন, এটা মেনে নেয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ১৪ দলের যারা গ্যাসের দাম বৃদ্ধির বিরোধিতা করছেন আমি তাদের বৃদ্ধির পেছনে যৌক্তিক বিষয়গুলো অনুধাবন করার জন্য অনুরোধ করছি।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর