সৌদিতে নজরুল একাডেমীর যাত্রা

সৌদি আরবে নজরুল একাডেমীর যাত্রা

সৌদিতে নজরুল একাডেমীর যাত্রা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ও তাদের সন্তানদের মাঝে নজরুল সঙ্গীত চর্চা এবং মূলধারার বাংলা গানের প্রশিক্ষণ বাড়নোর লক্ষ্যে যাত্রা শুরু করল নজরুল একাডেমী সৌদি আরব শাখা।

রফিকুল ইসলামকে আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে যুগ্ম আহ্বায়ক এবং সাংবাদিক অহিদুল ইসলামকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় নজরুল একাডেমীর কেন্দ্রীয় কমিটি।  

বৃহস্পতিবার রাতে রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে রিয়াদ বাংলাদেশ দুতাবাসের উপ মিশন প্রধান ডক্টর নজরুল ইসলাম। এসময় দুতাবাসের ইকনোমিক মিনিস্টার ডক্টর আবুল হাসান, প্রেস সচিব ফখরুল ইসলাম সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় কবির সৃষ্টি সমূহ আরবি ভাষায় রূপান্তর করে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করতে কাজ করবে নজরুল একাডেমী সৌদি আরব শাখা।  

(নিউজ টোয়েন্টিফোর/আল-আমিন/তৌহিদ)

সম্পর্কিত খবর