প্রথমবারের মতো পাপেট শো নির্মাণে নওশাবা

ছবি সংগৃহীত

প্রথমবারের মতো পাপেট শো নির্মাণে নওশাবা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

‘টুগেদার উই ক্যান’ নামের একটি নতুন উদ্যোগেই প্রথমবারের মতো নওশাবার পাপেট শো’র মঞ্চায়ন প্রদর্শনী হবে আজ। আজ সন্ধ্যায় ছায়ানট অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হবে। নাটকের নাম ‘মুক্তি আলোয় আলোয়’।

এ বিষয় নওশাবা বলেন, আমি তো কখনোই চেনা পথে হাঁটিনি।

আর নির্মাণের ইচ্ছে আমার অনেকদিনের। দীর্ঘদিন ধরেই যেহেতু পাপেটের সাথে আমি সম্পৃক্ত, বিশেষ করে সিসিমপুরে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার কারণে এই বিষয়টি আমার ভেতরে অনেকদিনের ভাবনার বুনন তৈরি করেছে।

নওশাবা আরও বলেন, এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। যেখানে এই সমাজে একজন নারীর জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করেছি।

আমি মনে করি এখন থেকে যেটুকুই কাজ করি না কেন, তাতে যেন ন্যুনতম সোশ্যাল কমিটমেন্ট থাকে। সেই ভাবনা অনুযায়ীই কাজ শুরু করেছি।

তবে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণে আসবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, না, এখনই এটা বলা মুশকিল। তবে অবশ্যই নিজেকে সেভাবে প্রস্তুত করে তুলতে পারলে ফিল্ম বানাব। নির্মাণের ভেতরে এক আলাদা আনন্দ রয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর