বেরোবির হলে পানির তীব্র সংকট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)

বেরোবির হলে পানির তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে পানি উত্তোলনের মোটর নষ্ট হওয়ায় পানির তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে আবাসিক শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমে প্রায় দুই সপ্তাহ ধরে পানির এই তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। কর্তৃপক্ষের উদাসীনতায় দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।

হল সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু হলে ট্যাংকে পানি উত্তোলনের জন্য দুটি মটর ব্যবহার করা হয়। এর মধ্যে একটি কয়েকদিন ধরে নষ্ট হয়ে রয়েছে। এর ফলে একটি মোটর দিয়েই দুই দিকের ট্যাংক এ পানি তুলতে হচ্ছে। যার ফলেই পানির এই সংকট তৈরি হয়েছে।

বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রায় সময়ই এরকম পরিস্থিতিতে পরতে হয় শিক্ষার্থীদের। পানি সংকটের কারণে বাথরুম এবং ওয়াশরুম দুটোই ব্যবহারের অনুপযোগী হয়ে পরে। বারবার এমন পরিস্থিতির জন্য হল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, নতুন পাম্প বসানোর প্রক্রিয়া চলছে। আশা করি দুই একদিনের মধ্যেই এ সংকটের সমাধান হবে।

(নিউজ টোয়েন্টিফোর/আজাদ/মানিক/তৌহিদ)

সম্পর্কিত খবর