ভূমিধসের শঙ্কা, পাহাড়ে মাইকিং

ছবি সংগৃহীত

ভূমিধসের শঙ্কা, পাহাড়ে মাইকিং

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল শনিবার থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হতে পারে।  

এতে ভূমিধসের আশঙ্কায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করা লোকজনকে সরে যেতে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এছাড়া পাহাড়ে বাস করা ওইসব লোকজনের জন্য ৮টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও।

গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে ৪০টি পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন।  লালখানবাজারের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক কামাল হোসেন জানান, শনিবার সকাল থেকে নগরের সরকারি ও ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনকে সরে যেতে মাইকিং কার্যক্রম শুরু হয়।

 এসব লোকজনকে সরিয়ে নিতে ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সরকারি সংস্থার নিয়ন্ত্রণাধীন পাহাড়গুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে।

 

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘাচ্ছন্ন, ভারী বৃষ্টির সঙ্গে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেয়া হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর