রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন মেয়র

ছবি সংগৃহীত

রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ জানিয়েছেন মেয়র

অনলাইন ডেস্ক:

আন্দোলনরত রিকশাচালকদের নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এ আমন্ত্রণ জানান তিনি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।

মেয়র আরও বলেন, ঢাকায় অনেক রাস্তা, আমরা মাত্র দু’টি রাস্তা বন্ধ করেছি, তারা (রিকশাচালক) কেন এমন করছে।

 

এ সময় রাজধানীর যানজটের বিষয়ে নগরপিতা হিসেবে আমার একার পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে সাঈদ খোকন বলেন, এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ ছাড়াও ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসিসিসি মেয়র। তিনি বলেন, বিগত কয়েক বছরের তুলনায় ডেঙ্গু কিছুটা কম। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

যদি কেউ বেশি আক্রান্ত হন, প্রয়োজনে তাকে সিটি করপোরেশনের অর্থায়নে বিদেশে পাঠানো হবে। মশা নিধনে আমরা যে ওষুধ ব্যবহার করি, সেটা বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী ব্যবহৃত হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর