সংসদীয় বিশ্বকাপে রানার্স আপ বাংলাদেশ

ছবি সংগৃহীত

সংসদীয় বিশ্বকাপে রানার্স আপ বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মাশরাফি বিন মর্তুজাদের লক্ষ্যটা পূরণ হয়নি বিশ্বকাপে। সেমি-ফাইনালের আগেই বিদায় নিয়েছে দল। তবে জাতীয় সংসদের সদস্যরা দুর্দান্ত খেলেছেন। অপরাজিত থেকেই তারা উঠে এসেছিল ফাইনালে।

কিন্তু আন্তঃসংসদীয় (ইন্টার পার্লামেন্টারি) বিশ্বকাপের শিরোপা জেতা হলো না! পাকিস্তানের সংসদ সদস্যদের কাছে ফাইনালে দল হারল ৯ উইকেটে।

প্রথম আসরে রানার্স আপ হয়েই শেষ করল এমপি নাঈমুর রহমান দুর্জয়ের দল। টুর্নামেন্টে অংশ নেয় ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দেশের আন্তঃসংসদীয় ক্রিকেট দল।

শুক্রবার ইংল্যান্ডের ব্যাকেনহ্যাম কাউন্টি গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল।

তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১০৪ রান। জবাবে নেমে পাকিস্তান সংসদীয় ক্রিকেট দল ৮ ওভারে পা রাখে জয়ের বন্দরে।

এর আগে ‘বি’ গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে ছিল বাংলাদেশ, হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকেও।

টুর্নামেন্ট শেষ হলেও এখনই লন্ডনেই আছেন সংসদ সদস্যরা। ১৪ জুলাই লর্ডসে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটি দেখবেন তারা।

বাংলাদেশের সংসদীয় ক্রিকেট দল-

নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (যুব ও ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি), নুরুন্নবী চৌধুরী শাওন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, নাহিম রাজ্জাক, জুয়েল আরেং, আনোয়ারুল আবেদীন খান তুহিন, আহসান আদিলুর রহমান আদিল, ছোট মনির, সানোয়ার হোসেন, শফিকুল ইসলাম শিমুল, ফাহিম গোলন্দাজ বাবেল, মোহাম্মদ আয়েনউদ্দিন, শামীম হায়দার পাটোয়ারি ও আনোয়ারুল আজীম আনার।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর