চার বছরের সাধনায় বিশ্বচ্যাম্পিয়ন: বেন স্টোকস

ম্যাচের সেরা বেন স্টোকস

চার বছরের সাধনায় বিশ্বচ্যাম্পিয়ন: বেন স্টোকস

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সেরা ফাইনাল দেখল বিশ্ব! পঞ্চাশ ওভারে ম্যাচ টাই। পরে সুপার ওভারও টাই। কিন্তু ম্যাচে বেশি বাউন্ডারি মারায় রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনালে জয়ী ইংল্যান্ড। প্রথমবার বিশ্বকাপ ট্রফি ইংল্যান্ডের ঘরে এল বেন স্টোকসের হাত ধরে।

ম্যাচ শেষে উচ্ছ্বাসের বন্যা ইংল্যান্ড শিবিরে। ম্যাচের সেরা বেন স্টোকস দেশকে বিশ্বকাপ জিতিয়ে আবেগাপ্লুত। স্বপ্নের ফাইনাল খেলে উঠে তাঁর প্রতিক্রিয়া, ‘মুখের ভাষা হারিয়ে ফেলেছি। চার বছর ধরে পরিশ্রমের জন্যই এই জায়গায় আসতে পেরেছি।

আমরা এখন বিশ্বচ্যাম্পিয়ন। এই অনুভূতিটাই আলাদা। ’

তবে বিপক্ষ নিউজিল্যান্ডকে হারিয়েও তাদের জন্য পাল্টা শ্রদ্ধা বেন স্টোকসের গলায়।

বলছিলেন, ‘নিউজিল্যান্ড যে লড়াইটা আজ করল, তার জন্য ওদের প্রতি শ্রদ্ধা অটুট থাকবে। ’ যোগ করেন, ‘সকলের সমান অবদান রয়েছে এই জয়ে। ব্যাট করার সময়ে শেষের দিকে কম বলে বেশি রান করতে হত। সতীর্থ জস বাটলারকে বার বার বলছিলাম, শেষ পর্যন্ত খেলতে হবে আমাদের একজনকে। সেই পরিকল্পনা সফল হওয়ায় আরও আনন্দ হচ্ছে। ’

(নিউজ টোয়োন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর